স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে পাওয়া চোট এখনও কাটিয়ে উঠতে না পারায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক কাইরন পোলার্ড। ফলে তাকে ছাড়াই পাকিস্তান সফরে যাচ্ছে দল। পোলার্ড না থাকায় টি-টোয়েন্টি এবং ওয়ানডের জন্য দুই অধিনায়ক নির্বাচন করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণে দলের নেতৃত্বে থাকবেন নিকোলাস পুরান। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন সাই হোপ। হঠাৎ দল থেকে পোলার্ড ছিটকে যাওয়ার কারণে দুই ফরম্যাটে দুইজন ক্রিকেটারকে যোগ করেছে বোর্ড। ওয়ানডে স্কোয়াডে পোলার্ডের জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ ডেভন থমাসকে, টি-টোয়েন্টিতে খেলবেন রভম্যান পাওয়েল। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। পরের দুই ম্যাচ ১৪ ও ১৬ তারিখ। এরপর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে করাচিতে। পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

Kieron Pollard of the West Indies signals two more balls during the 2nd T20I match between the West Indies and Pakistan at Guyana National Stadium in Providence, Guyana, on July 31, 2021 (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)
পাকিস্তান সফরে পোলার্ডকে ছাড়াই যাচ্ছে ক্যারিবীয়রা
0
Share.