ঢাকা অফিস: সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয় গতকাল বৃহস্পতিবার রাতে। বেশ কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে এই খবর যে আসলেই ‘গুজব’ তা নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিবেন না: আসিফ নজরুল
0
Share.