ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকা দখলের লড়াইয়ে একদিনে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন ও আটক হয়েছেন বহু। এমনটাই দাবি করেছেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র ফাহিম দাশতি।ফাহিম দাশতির একটি টুইটবার্তায় বলেন, ‘শনিবার সকাল থেকে পাঞ্জশিরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবানকে নির্মূল করা হয়েছে। এক হাজারের বেশি তালেবান ধরা পড়েছে বা আত্মসমর্পণ করেছে।’গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি সংগঠনটি।এর আগেও তালেবানের ৩০০ যোদ্ধাকে খতম করার দাবি করেছিল উত্তরের জোট।এদিকে শনিবার আহমেদ মাসউদের পক্ষে নর্দান অ্যালায়েন্স তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, সাতশর বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। ৬০০ বন্দি ও কারারুদ্ধ। বাকিরা পালানোর চেষ্টা করছে। আমরা ফ্রন্টলাইনে আছি। সব কিছুই পরিকল্পিত ছিল। আমরা পুরো প্রদেশ নিয়ন্ত্রণ করছি। ওই এলাকায় স্থল মাইন থাকার কারণে পাঞ্জশির প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ মন্থর হয়েছে।
পাঞ্জশিতে ৬০০ তালেবান যোদ্ধা ‘নিহত’
0
Share.