মঙ্গলবার, ডিসেম্বর ২৪

পাটকলে শূন্য পদে বদলি শ্রমিকদের নিয়োগের দাবি

0

ঢাকা অফিস: রাষ্ট্রায়াত্ব বিভিন্ন পাটকলে শূন্য পদে বদলি শ্রমিকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিকরা। শুক্রবার ( ৬ মার্চ) পাট দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এমন দাবি তুলেছেন তারা। এছাড়া শ্রমিকদের নিয়মিত কাজের ব্যবস্থা করা, সব বকেয়া পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ব পাটকল ব্যক্তি মালিকানায় না দেওয়ার দাবিও জানান তারা। সমাবেশে বক্তারা বলেন, ‘সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো ব্যক্তিমালিকানায় দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। তাই মিলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। ফলে পাটকলের বদলি শ্রমিকরা কাজ পাচ্ছে না। অথচ প্রত্যেক পাটকলে অনেক পদ খালি আছে। সেসব পদে কোনও নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না। পাশাপাশি পাটকল লাভজনক করার জন্য শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিজেএমসি ও মিল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধেও সরকারের কোনও উদ্যোগ নেই।’ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলি শ্রমিকদের দাবির ব্যাপারে অবিলম্বে সরকার ও বিজেএমসি কোনও উদ্যোগ না নিলে সব মিলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শ্রমিকরা।’ সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকল বদলি শ্রমিক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পাটকল শ্রমিকরা।

Share.