পাটমন্ত্রীর অর্থায়নে রূপগঞ্জে স্থাপন হচ্ছে পিসিআর ল্যাব

0

ঢাকা অফিস:  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নিজস্ব অর্থায়নে গাজী গ্রুপের উপপরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার উদ্যোগে করোনা পরীক্ষায় রূপগঞ্জেই স্থাপন করা হচ্ছে পিসিআর ল্যাব। উপজেলার কাঞ্চন পৌরসভার বেস্টওয়ে সিটিতে হচ্ছে সম্পূর্ণ  এই ল্যাবরেটরীটি। গত বৃহস্পতিবার ভবন চূড়ান্ত হবার পর আজ শুক্রবার থেকে মেশিন স্থাপন কার্যক্রম শুরু হবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের সাথে এক ভিডিও কনফারেন্সে ল্যাব প্রতিষ্টায় নারায়ণগঞ্জে স্থান সংকুলানে বিস্ময় প্রকাশের একদিন পরই কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রুপদান করেন গোলাম মতূর্জা পাপ্পা।
গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমরা রূপগঞ্জ তথা দেশবাসীর কাছে ঋনী। এদেশ আর রূপগঞ্জবাসী আমাদের অনেক দিয়েছেন। এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। রাজধানীর পর দেশের সবচেয়ে করোনা আক্রান্ত জেলা হিসেবে নারায়ণগঞ্জ প্রথম। অথচ করোনা টেষ্ট করার জন্য আমাদের এই জেলায় কোন পূর্নাঙ্গ ল্যাব নেই। মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার বাবা (মন্ত্রী গোলাম দস্তগীর গাজী) আমাকে বলেছেন ‘ তোমার বয়সে আমি এদেশের জন্য যুদ্ধ করে খেতাব অর্জন করেছি। তুমি দেশের জন্য কি করেছো‘?। বাবার প্রেরনায় ল্যাব প্রতিষ্টার উদ্যোগ নেই আমি। আলহামদুলিল্লাহ স্থান নির্ধারন হয়ে গেছে। বেষ্টওয়ে সিটিকে ধন্যবাদ,তারা স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআর এর চাহিদা অনুযায়ী আমাদের  একটি ভবন দিয়েছেন। করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট কিট, ভেন্টিলেটার,পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনসহ সকল যন্ত্রপাতি এসে গেছে। আজ শুক্রবার থেকেই যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় লোকবল, চিকিৎসক এ্যাম্বুলেন্স তৈরী রাখা হয়েছে। এছাড়া এখানে এক সীমিত আইসোলেশ সেন্টার চালু করার চিন্তাও আমার মাথায় রয়েছে। মে মাসের প্রথম দিন থেকেই পরীক্ষা কার্যক্রম শুরু হবে এই প্রতিষ্ঠানে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)বলেন, এই ল্যাবে নারায়ণগঞ্জের মানুষের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। ৩/৪ ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশেপাশের জেলার ব্যক্তিদের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। মন্ত্রী আরো বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। রূপগঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য রূপগঞ্জবাসীর সহযোগীতা চেয়েছেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

Share.