পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

0

বাংলাদেশ থেকে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রাজু (১৭) নামে এক কলেজছাত্র মারা গেছে। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকরশোন জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। এ ব্যাপারে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী জানান, নিহত কলেজছাত্র ও তার বন্ধু তুহিনের সাথে মইজাল নিয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রাবতী খালে মাছ ধরতে যায়। এ সময় খালে পানির জোয়ারে কোমরে মাছ ধরার মইজালের দড়ি বেঁধে জাল টানার সময় খালের স্রোতের টানে ডুবে যায়। পরে তার বন্ধুরা অপরপ্রান্তের জালের দড়ি ধরে টেনে উপরে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।

Share.