মঙ্গলবার, ডিসেম্বর ২৪

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0

ঢাকা অফিস: পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর)  উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দশমিনা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক সারমিন সুলতানা শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢনঢনিয়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে রাব্বি (৫) এবং পাশের বাড়ির খোকন গাজীর মেয়ে জান্নাতুল (৩) বিকালে একসঙ্গে খেলছিল। খেলতে খেলতে এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Share.