পারিবারিক আয়োজনে জন্মদিন পালন করছেন সাবিনা ইয়াসমিন

0

বিনোদন ডেস্ক: বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ (৪ সেপ্টেম্বর)। চার দশকের বেশি সময় ধরে কণ্ঠের জাদুতে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলা এই সংগীতশিল্পী এবারের জন্মদিন পালন করছেন পারিবারিক আয়োজনে।শুক্রবার দুপুরে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। বাসায় আমার মেয়ে, বান্ধবীসহ কাছের কয়েক জন আসবেন। তাঁদের নিয়েই কাটবে জন্মদিন।’১৯৫৪ সালে আজকের দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ১৩ বছর গান শিখেছেন ওস্তাদ পি সি গোমেজের কাছে। মাত্র সাত বছর বয়স থেকে অংশ নিয়েছেন স্টেজ শোতে। ‘নতুন সুর’ সিনেমায় গান করেছেন শিশুশিল্পী হিসেবে। তবে প্লেব্যাক গায়িকা হিসেবে ১৯৬৭ সালে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। সে সময় ‘আগুন নিয়ে খেলা’ ও ‘মধুর জোছনা দীপালি’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দেন এ শিল্পী।দীর্ঘ ক্যারিয়ারে সাবিনা ইয়াসমিন ১২ হাজার প্লেব্যাক করেছেন। পেয়েছেন ১৪ বার জাতীয় পুরস্কার। তাঁর কলজয়ী গানের তালিকায় আছে ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, ‘সুন্দর সুবর্ণ’র মতো অসংখ্য গান।

Share.