বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পার্টিতে না নিয়ে যাওয়ায় প্রেমিকাকে গুলি

0

ডেস্ক রিপোর্ট: পার্টিতে না নিয়ে যাওয়ার কারণে প্রেমিকাকে গুলি করেছেন এক প্রেমিক। ১৭ বছর বয়সী ওই প্রেমিকার পায়ে গুলি করা হয়। এ ঘটনার জেরে ওই প্রেমিককে জামিন না দিয়ে কারাগারে রাখা হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। গুলি করে প্রেমিকাকে গুরুতর আহত করার অপরাধে উটাহ অঙ্গরাজ্যের ফাহাদ মাহদির নামে প্রথম ডিক্রির অভিযোগ আনা হয়েছে। গত ৬ আগস্ট এই ঘটনা ঘটেছে। মূলত নিজেকে উপেক্ষিত মনে করায় প্রেমিকাকে গুলি করার পরিকল্পনা করেন মাহদি। ১৮ বছর বয়সী মাহদি প্রেমিকাকে আগেই সতর্ক করে বলেছিলেন তাকে পার্টিতে না নিয়ে গেলে সমস্যা হবে।

Share.