বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

0

ডেস্ক রিপোর্ট: ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার পার্লামেন্টের এক সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। চলমান সরকারবিরোধী বিক্ষোভের চাপে শুক্রবার পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। সরকারবিরোধী বিক্ষোভে ইরাকে ব্যাপক প্রাণহানির একদিন পর পার্লামেন্টে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ওই সূত্র জানায়, রবিবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। ইরাকের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মতে এখন পর্যন্ত বিক্ষোভে ৩৪৮ জন ইরাকি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার।

Share.