বুধবার, জানুয়ারী ১

পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৬

0

বাংলাদেশ থেকে নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (৮ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন জানান, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ভ্যানে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ সময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন‌্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Share.