পিকআপ ভ্যান-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত- ১,আহত- ৩

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: পিকআপ ভ্যানের সাথে মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঢাকা-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জ বাখরকাটি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পাদ্রীশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের কৃষক ইউনুস হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। আহত তিন জনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইউনুস হাওলাদারের পরিবার জানায়, ইউনুস পেশায় একজন কৃষক। জমিতে তার উৎপাদিত করলা মাহিন্দ্রয় করে বরিশালে বিক্রয় করে পরিবারের জন্য ঈদ বাজার করতে গেলে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাহিন্দ্রা গাড়িটি বরিশালের উদ্দেশ্যে রওনা দিলে বাখরকাঠি বাজারে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহত ব্যক্তি ও আহতদের উদ্ধার করে উদ্ধার করেন।

Share.