বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) এবং জোবায়ের আলম সাকিব (২২)। শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার আইইউটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস এবং তিনটি মাইক্রোবাসে করে শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ সড়ক ধরে রিসোর্টের দিকে যাওয়ার পথে উদয়খালী বাজার এলাকায় একটি ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সংস্পর্শে আসে। এতে বাসটি বিদ্যুতায়িত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের তারগুলো দীর্ঘদিন ধরে ঝুলে ছিল এবং কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন উঠেছে। মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সহপাঠী ও শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছে।
পিকনিকের চলন্ত বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩ শিক্ষার্থী
0
Share.