ঢাকা অফিস: পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় যশোর সদর উপজেলার শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালামের এমপিও স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাউশির মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি শ্যামনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে তিনটি বাস বাগেরহাটের উদ্দেশে রওনা হয়। পথে ডুমুরিয়া উপজেলার চুকনগরে সড়ক দুর্ঘটনায় পড়ে বাস। এতে অষ্টম শ্রেণির ছাত্রী মেঘলা মারা যায়। আহত হয় অন্তত ১০ শিক্ষার্থী। উপ সচিব কামরুল হাসানের সই করা আদেশে বলা হয়েছে, প্রধান শিক্ষক মো. আবুল কালাম সরকারি পরিপত্রের নির্দেশ অমান্য করে শিক্ষাসফরের আয়োজন করেন। ১৬৮ জন শিক্ষার্থী নিয়ে তিনটি বাসে বাগেরহাটে রওনা হলে ডুমুরিয়া উপজেলার চুকনগরে সড়ক দুর্ঘটনার শিকার হয় এবং একজন ছাত্রী মারা যায়। এমতাস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষকের এমপিও সাময়িক স্থগিত এবং কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তার কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।
পিকনিকের বাস দুর্ঘনায় ছাত্রী নিহত, প্রধান শিক্ষকের এমপিও স্থগিত
0
Share.