পিকাপের ধাক্কায় মটর সাইকেল যাত্রী নিহত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি :  পটুয়াখালী গলাচিপা উপজেলার হরিদেবপুর টু শাখারিয়া রাস্তার সুহরি স্টিল ব্রিজের একটু দক্ষিণ পাশের গুচ্ছ গ্রামের সামনে সকাল ৯ টার দিকে প্রান ও আরএফএল কোম্পানির পিকাপ ভ্যান গাড়ি একটা ভাড়ায় চালিত মটর সাইকেলের পিছন দিয়ে ধাক্কা দেয়। মটর সাইকেলের যাত্রী আপন দুই ভাইযের মধ্যে পিছনে থাকা ছোট ভাই মাদ্রাসার ছাত্র রায়হান (১৪)  স্পটে মারা যায়। আরেক ভাই মেহেদী (১৮) ও মটর সাইকেল চালক কে গুরতর অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। নিহত রায়াহানের বাড়ী আমতলি উপজেলার গাজীপুর গ্রামে। নিহত রায়হানের বাবা নিজাম উদ্দীন জানান, বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে আসে দুই ভাই। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি আমার ছেলে মইরা পইরা আছেন, আরেক ছেলে অজ্ঞান হয়ে শুয়ে আছেন। এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্য (ওসি) শানিত কুমার গায়েন বলেন পিকাপ গাড়ী টি থানায় আটক আছে, মামলা হয়েছে আসামী চালক কে আদালতে পাঠানো হয়েছ।

Share.