পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন পাঠদানে জোর শিক্ষামন্ত্রীর

0

বাংলাদেশ থেকে  দিনাজপুর প্রতিনিধি: করোনাভাইরাস মহামারির সময়ে যেসব শিক্ষার্থী পিছিয়ে পড়েছে তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে মানসম্পন্ন পাঠদানে জোর দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়াশোনায় এগিয়ে আসার পরামর্শও দিচ্ছেন মন্ত্রী। সোমবার দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়ময়দানে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. দীপু মনি। মন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনার কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার অগ্রগতি উন্নয়ন এবং ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক মান সম্পন্ন পাঠদানে শিক্ষার্থীদের গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যুগোপযোগী পদ্ধতিতে শিক্ষার্থীদের সংযোজন করে পাঠদানের ব্যবস্থা নিতে শিক্ষকদের প্রতি পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তবেই পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারবে এসময় ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদেরকেও পড়াশোনায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। বলেন, নিজেরা পড়াশোনা করে পিছিয়ে পড়া সময়টুকু পুষিয়ে নিতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির চৌধুরী, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক আক্তারুজ্জামান ভূঞা,স্থানীয় মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই,দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ শিক্ষামন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবার ৮টি ইভেন্টে দেশের ৯টি শিক্ষাবোর্ডের অধীনে ৮২৪ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। শিক্ষামন্ত্রী পরে দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট ও একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

Share.