বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের বেকুটিয়ায় নির্মানাধীন ব্রীজের চায়না নির্মান শ্রমিক লাওফান (৫৮) নামের এক চায়না নাগরিককে হত্যার সাথে জড়িত প্রধান আসামী সিরাজ শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে বেকুটিয়া এলাকার গুয়াবাড়িয়া গ্রাম থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সিরাজ শেখ ওই গ্রামের আ: ছত্তার শেখের পুত্র। এর আগে ওই রাতে ওই চায়না শ্রমিক হত্যার অভিযোগে চাওতিং হুয়া বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিরোজপুর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল ওই চায়না নাগরিককে হত্যার সাথে জড়িত প্রধান আসামী সিরাজ শেখকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, জেলার বেকুটিয়া এলাকার কচা নদীর উপর নির্মিত অষ্টম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মান কাজ চলছে। ওই ব্রীজের নির্মান কাজের সাব ঠিকাদার ও টেকনিশিয়ান লাওফানকে বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থাণীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতের পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
পিরোজপুরে বেকুটিয়া ব্রীজের চায়না নির্মান শ্রমিককে কুপিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
0
Share.