ঢাকা অফিস: পি কে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ বেপারীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে সোমবার (৪ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আড়াইঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে দুদক।
পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খ বেপারীকে সোমবার সকালে দুদক কার্যালয়ে ডাকা হয়। অভিযোগ, তার নামে রয়েছে পি কে হালদারের একটি ফ্ল্যাট। আড়াইঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় তদন্ত কর্মকর্তা।দুদক সচিব জানান, পিকে হালদারের ফ্ল্যাটটি কিভাবে-কেন শঙ্খ বেপারীর নামে- তা নিয়েই ছিল জিজ্ঞাসাবাদ। তবে জিজ্ঞাসাবাদের বক্তব্যে পিকে হালদারের এমন আরো সম্পদ গচ্ছিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুদক ধারণা করছে, পিকে হালদারের আরও অনেক সম্পদ এই শঙ্খ বেপারীর কাছে গচ্ছিত থাকতে পারে।গ্রেফতারের পর বিকেলে শঙ্খ বেপারীকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক। পরে মহানগর দায়রা জজ আলাদতের বিচারক ইমরুল কায়েশ তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।এ বিষয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, পি কে হালদারের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি (শঙ্খ বেপারী) সহায়তা করেছেন এবং তার দখলে একটা ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে।দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, যেহেতু তিনি সাসপেক্টেড আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন, তাকে রিমান্ডে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবে। তার কাছ থেকে আরও তথ্য যেমন প্রশান্ত কুমার হালদারের মানি লন্ডারিং সংক্রান্ত এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পর্কিত অনেক বিষয়ে আরও তথ্য উদ্ধারে আমরা সক্ষম হবো।