ঢাকা অফিস: পুঁজিবাজারে গতি ফেরাতে সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি চেয়ারম্যান শিবলী-রুবাইয়াত-উল-ইসলামকে এই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএসইসি চেয়ারম্যান বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান। পরে বেলা ১২টা ৪৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজারের সামগ্রিক বিষয় নিয়ে ইতবাচক আলোচনা হয় কমিশন চেয়ারম্যানের। এই বৈঠকের ইতিবাচক প্রভাব অচিরেই পুঁজিবাজারে পড়বে। বৈঠক শেষে বিএসইসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম। এসময় বিএসইসির কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারের গতি ফেরাতে সবকিছু করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
0
Share.