বাংলাদেশ থেকে দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা পল্লী থেকে ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পিলারটি উদ্ধার করে পুলিশ। বিরামপুর থানার এসআই তুহিন বাবু জানান, পৌর এলাকার জোলাগাড়ী গ্রামের লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা বস্তায় মোড়ানো একটি সীমানা পিলার তুলে আনেন। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা পিলারটি উদ্ধার করে। পিলারের গায়ে ইংরেজিতে ১৮১৮ সন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসেবে উদ্ধার করা তামার তৈরি সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুকুরে মাছ ধরতে গিয়ে ২০০ বছর আগের সীমানা পিলার পেল জেলেরা
0
Share.