ডেস্ক রিপোর্ট: রাশিয়ার সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে সরাতে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেন সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা কিরিলো বুদানভ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব বলেছেন তিনি। বুদানভ বলেন, ‘রাশিয়ান ফেডারশেনে নেতৃত্বের পরিবর্তন আসবে। ইতোমধ্যে দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন।ব্যাপারটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং কর্মকর্তাদের প্রস্তুতি বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছে, তাতে পুতিনের পক্ষে তা থামানো অসম্ভব।’ এছাড়া পুতিনের শারীরিক অবস্থাও ভালো নয় বলে দাবি করেছেন মেজর জেনারেল বুদানভ। সাক্ষাৎকারে এ সম্পর্কে তিনি বলেন, ‘পুতিনের শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি খুবই অসুস্থ। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, তিনি ক্যান্সারসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।’ দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে বিভিন্ন ভুয়া খবর ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং একে আখ্যা দেওয়া হয়েছে তথ্য যুদ্ধ (ইনফরমেশন ওয়্যার) হিসেবে। বুদানভের এসব তথ্যও ‘তথ্য যুদ্ধের’ অংশ কি না— প্রশ্ন করা হয় বুদানভকে। উত্তরে তিনি দাবি করেন, এসব তথ্য ভুয়া নয়। ‘এটা আমার চাকরি, আমার কাজ; আমি যদি এসব তথ্য না জানি, তাহলে কে জানবে,’ স্কাই নিউজকে বলেন কিরিলো বুদানভ।