ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে প্রথমবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স জানায়, বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সম্মেলনে উভয় নেতার মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর এক প্রতিক্রিয়ায় পুতিন বলেছেন, আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে উন্নীত হচ্ছে। জান্তা প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণের পর পুতিন হলেন দ্বিতীয় রাষ্ট্রপ্রধান যিনি মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ওই সম্মেলনে চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, মঙ্গলবার রাতে মিয়ানমার সেনাপ্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা আন্তন কোব্যাকভের সঙ্গে দেখা করেছেন। তাদের একটি ছবিও প্রকাশ করা হয়।
পুতিনের সঙ্গে প্রথম বৈঠক মিয়ানমারের জান্তাপ্রধানের
0
Share.