বুধবার, জানুয়ারী ২২

পুরো বাজার প্রক্রিয়াই একটা চ্যালেঞ্জ, তবে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন নয়: আলী ইমাম মজুমদার

0

ঢাকা অফিস: অন্তর্বর্তী সরকারের নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বোঝাপড়া আছে, আলোচনা চলছে। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যতই বলুক এ নিয়ে সরকার চাপমুক্ত হয়ে কাজ করছে। উপদেষ্টা বলেন, পুরো বাজার প্রক্রিয়াই একটা চ্যালেঞ্জ, তবে এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন নয়। বাজারে কেউ কেউ কৃত্রিম দাম বাড়াতে চায়, সেটাকে কঠোর হাতে দমন করবো। উপদেষ্টা হিসেবে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন আলী ইমাম মজুমদার। পরে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার পর আজ মন্ত্রণালয়ে তার প্রথম কর্মদিবস।

Share.