শুক্রবার, জানুয়ারী ২৪

পুলিশী বাধায় বিএনপি’র কর্মসূচী পন্ড

0

ঢাকা অফিস:  পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে পুলিশী বাধায় অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি’র নেতাকর্মীরা। পেঁয়াজের বাজারে কারসাজি বন্ধ ও কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুরেয় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করার কথা ছিল বিএনপি’র নেতাকর্মীদের। এর আগেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

Share.