পুলিশের অভিযানে ব্রাজিলের বস্তিতে নিহত-১৮

0

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডে জেনেরিওর এক বস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক চোরাকারবারিদের অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জানায়, গতকাল বৃহস্পতিবার আলেমাও বস্তি ঘেরা করেন চার শতাধিক পুলিশ। তাদের সঙ্গে ছিল চারটি হেলিকপ্টার এবং ১০টি বুলেটপ্রুফ গাড়ি। পুলিশের অভিযোগ, ওই বস্তিতে মাদক চোরাকারবারি এবং খুনি-লুটেরাদের আটক করাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই পাল্টা হামলা চালায় মাদক কারবারিরা।  পরে পুলিশের উপস্থিতিতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশের নিকট সাহায্য চাওয়া হলে সাহায্য দিতে অস্বীকৃতি জানায় তারা। এক পুলিশ কর্মকর্তার মতে, তাদেরকে হত্যা করা পুলিশের লক্ষ্য ছিল না। তারা নিজেদের হত্যার উদ্দেশে একে অন্যকে গুলি করেছে। ফলে কেউ আহত হলে তার কারোর সাহায্য পাওয়ার আশা করা উচিত না। পুলিশের আকস্মিক অভিযানে উদ্বিগ্ন সময় পার করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা অভিযানের সময় চিৎকার করে বলেন, ‘আমরা আতঙ্কিত অবস্থায় বসবাস করছি। আমরা কোথায় বাস করছি? আফগানিস্তান? যুদ্ধে? ইরাক? যদি তারা (মাদক চোরাকারবারিরা) যুদ্ধ চায়, তাদেরকে ইরাকে পাঠিয়ে দেওয়া উচিত’ দেশটির বিভিন্ন বস্তিতে আইনশঙ্খলা বাহিনী নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করে। প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোও প্রকাশ্যে এই অভিযানগুলোকে সমর্থন জানান। তার মতে, মাদক চোরাকারবারিদের তেলাপোকার মত মরা উচিত।

Share.