বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পুলিশের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

0

ঢাকা অফিস: নোয়াখালীর চাটখিলে পুলিশের সাথে পাল্টাপাল্টি গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর নাম মো: ফিরোজ,সে চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ইউনুছ পাটোওয়ারী বাড়ীর মৃত খোরশেদ আলমের ছেলে। পুলিশ জানায়,রাত ১ টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাংক অফিসের সামনে মাদক বিক্রির সময় পুলিশের সাথে গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিক্তিতে পুলিশ মাদক বিক্রির প্রস্ততিকালীন সময়ে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে প্রথমে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ী গুলি ছুঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফিরোজ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষনা করে। লাশ বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে।

Share.