বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পুলিশের সাথে সংঘর্ষে রংপুরে এক শিক্ষার্থীর মৃত্যু

0

বাংলাদেশ থেকে রংপুর প্রতিনিধি: রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের গুলিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী আবু সাঈদ নিহত হন।

Share.