পুলিশ এবং মানুষের ওপর হামলার নির্দেশদাতা তারেক রহমান: ওবায়দুল কাদের

0

ঢাকা অফিস: ‘আওয়ামী লীগ সংঘাত সংঘর্ষ চায় না’ উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ শান্তির পক্ষে। যারা নির্বাচন চায় তারা সংঘাত চায় না। কিন্তু সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা হলো বিএনপি।’ বিএনপির উদ্দেশ্য একটি লাশ ফেলা- এমন মন্তব্যও করেন ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘পুলিশ এবং মানুষের ওপর হামলার নির্দেশদাতা তারেক রহমান। তিনি অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের এই অগ্নি সন্ত্রাস করতে নির্দেশ দিয়েছেন।’ ‘ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ করে দিলে পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেব না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের’ বলে মন্তব্য করেন  ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই গেল। অনুমতি নিয়েই তো গেল।’ ‘অনুমতি আর নেব না, দখল করে ফেলছি ঢাকা, বাংলাদেশ- এত সোজা রাজনীতি? বিএনপির উদ্দেশে বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপি) উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। লন্ডন থেকে তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন। তিনি অনলাইনে যুক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের তাই বলে যাচ্ছেন।’ ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আবারও দেশের মানুষ দেখছে’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে পরে সবসময়ই শান্তিপূর্ণ পরিবেশ চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘কোনো বিদেশি এ পর্যন্ত বলেনি তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তির কথা। শুধু বিএনপির এই দাবি।’ ‘বিএনপির এ ধরনের অযুক্তিযুক্ত দাবি মানা হবে না’বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কোনো দাবিকে বিদেশিরা সমর্থন করে না। বিদেশিরাও একটু শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর আমরাও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা উত্তেজনায় যাব না। আমরা নির্বাচন চাই। বিএনপি যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়- মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই আমরা মাঠে আছি। আমাদের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া আছে। ’‘সমাবেশের পরের দিন বিএনপি কেন অবরোধ কর্মসূচির দিল- এই প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে।’ তিনি বলেন, ‘আমেরিকা ভিসা নীতি দিয়েছে। এই ভিসা নীতি তো তাদের ওপর প্রয়োগ করা উচিৎ।’

Share.