বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পুলিশ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করছে: রিজভী

0

ঢাকা অফিস: বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করে আবারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা। আজ বোরবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ পুলিশ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করছে অভিযোগ করে রিজভী বলেন, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে কেউই রেহায় পাচ্ছে না। তিনি বলেন, আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশ-জাতি মুক্ত হবে না। ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দায় চাপাতে পারে এমন আশঙ্কা করে শান্তিপূর্ণ অবরোধ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

Share.