বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পূজার বাড়ির সামনে ৫ রাত ফুটপাতে ভক্ত!

0

বিনোদন ডেস্ক: ভারতে মুম্বাইয়ে এসে দক্ষিণের সিনেমার অভিনেত্রী পূজা হেগড়ের বাড়ির সামনে ৫ রাত ফুটপাতে শুয়ে কাটিয়ে দিলেন এক ভক্ত। পূজা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ফ্যানের সঙ্গে তার এক ভিডিও। তবে ফ্যানের এমন কষ্ট দেখে চিন্তিত এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমি চাই না কেউ এতটা কষ্ট পাক।’ পূজা তাঁর ইনস্টাগ্রাম একাউন্টে ফ্যানের সঙ্গে দেখা করার ভিডিও শেয়ার করে লেখেন, ‘বম্বে এসে টানা ৫ দিন ধরে আমার অপেক্ষা করার জন্য ভাস্কর রাওকে অনেক ধন্যবাদ। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছি আমার ফ্যানের এমন কাণ্ড দেখে। এতটা কষ্ট আমার জন্য সহ্য করেছেন তিনি। আমি চাই না আর কোনওদিন আপনি ফুটপাতে ঘুমান। আমি আপনাকে প্রতিজ্ঞা করছি, আপনি যেখানেই থাকুন না কেন, আমি সবসময় আপনার ভালোবাসা অনুভব করব।’ সম্প্রতি দক্ষিণের একটি সিনেমায় কাজ করেন পূজা। এ সিনেমায় তার সাথে ছিলেন টাবু, আল্লু অর্জুন ও নিবেতা পেথুরাজ। সিনেমাটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে।

Share.