ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনে করোনা ভাইরাসে মারা গেছেন এক ব্যক্তি। এর কয়েকদিনের মধ্যেই বৃটিশ স্বাস্থ্য বিভাগের কর্মী, মৃত ওই ব্যক্তির ছেলে ডেভিড গোমোহ (২৪) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুই টিনেজার। এ জন্য দায়ী করা হয়েছে মুহাম্মদ জাল্লোহ (১৮) ও ১৬ বছর বয়সী একটি বালককে (নাম প্রকাশ করা হয় নি)। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন মেট্রো। এতে বলা হয়, গত ২৬ শে এপ্রিল স্থানীয় সময় রাত সাড়ে দশটার সামান্য আগে নিউহ্যামের ফ্রিম্যানসনস রোডে নিজের বাড়ি থেকে মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে হামলা হয় ডেভিড গোমোহ’র ওপর। এর মাত্র কয়েকদিন আগে করোনা ভাইরাস সংশ্লিষ্ট রোগে মারা যান তার পিতা। ডেভিড গোমোহ বৃটেনের স্বাস্থ্য বিভাগে স্টাফদের কাছে সরঞ্জাম সরবরাহ দিতেন। পুলিশ বলেছে, ভয়াবহ এক হামলায় তাকে ঘিরে ধরে মুখোশপরা হামলাকারীরা। এ জন্য শ্রোপশায়ারের টেলফোর্ডের ওই দুই টিনেজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পূর্ব লন্ডনে খুন, অভিযুক্ত দুই টিনেজার
0
Share.