শুক্রবার, ডিসেম্বর ২৭

পৃথক ঘটনায় অজ্ঞত দুই ব্যাক্তি মৃত্যু

0

ঢাকা অফিস: শাহবাগ টি এস সি চত্তর উদ্যান সোসাইটি গেইটের সামনে ও ঢাকা মেডিকেল  ১০৩ নম্বর ওয়ার্ডের সিড়ির নিচে পৃথক ঘটনায়  অজ্ঞত দুই ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন,অজ্ঞাত পুরুষ(৫০) ও অজ্ঞাত পুরুষ(৪০)। শুক্রবার(২২ ডিসেম্বর)রাত দুইটার দিকে ও শনিবার(২৩ ডিসেম্বর)সকাল আটটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে তাদের দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে সকাল নয়টার দিকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) নীল কমল জানান,আমরা খবর পেয়ে শাহবাগের টি এস সি চত্তর উদ্যান সোসাইটি গেইটের সামনের ফুটপাতে অচেতনঅবস্থায় দেখতে পাই।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে বলেও জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওপর দিকে,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের সিড়ির নিচ  হইতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,সকাল সাড়ে আটটার দিকে আমরা শুনতে পাই ঢাকা মেডিকেলের ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচে এক ব্যক্তির সচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,গত ১৭ তারিখের দিকে কাঁচপুর হাইওয়ে রাস্তায় পড়ে থাকলে গত (১৭ ডিসেম্বর)তাকে অচেতন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করে,শনিবার (২৩ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাঁচপুর হাইয়ে পুলিশকে অবগত করা হয়েছে।ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share.