ঢাকা অফিস: ঢাকার কার্জন হলের পাশের ফুটপাত থেকে ও হাইকোর্ট মাজার রাস্তার ফুটপাত থেকে পৃথক ঘটনা দুই অজ্ঞাত (৭০) বৃদ্ধের ও অজ্ঞাত (৪০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ মে) রাত সাড়ে বারোটার দিকে ও সকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে শুক্রবার (০৩ মে)সকাল ১০টার দিকে আর একজন কে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার পুলিশের উপ -পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কার্জন হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত পুরুষ (৭০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ওই এলাকাতে ভব ঘুরে প্রকৃতির ছিলেন । আমরা ধারণা করছি অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে ময়নতন্ত্র প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা ক্রাইমসিন কে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে। অপরদিকে, হাইকোর্ট মাজার রাস্তা ফুটপাত থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার । শাহবাগ থানার পুলিশের উপর-পরিদর্শক (এসআই)শামীম হোসেন জানান, আমরা খবর পেয়ে হাইকোর্ট মাজারে ফুটপাত থেকে অজ্ঞত(৪০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ওই ব্যক্তিএলাকাতে ভব ঘুরে প্রকৃতির ছিলেন ।আমরা ধারণা করছি অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা ক্রাইমসিন কে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে।
পৃথক ঘটনায় এক বদ্ধসহ দুইজনের মরদেহ উদ্ধার
0
Share.