শুক্রবার, ডিসেম্বর ২৭

পৃথক ঘটনায় দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানীর ঢাকা মেডিকেলের ভেতর থেকে ও গুলিস্তান ভাসানী হকি স্টেডিয়ামের উত্তর পাশের রাস্তার উপর থেকে পৃথক ঘটনায় দুই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই বৃদ্ধের বয়স অনুমান (৬০) বছর। বুধবার (১৩ ডিসেম্বর)সকাল আটটার ও দুপুর একটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার পুলিশের উপ- পরিদর্শক (এস আই) নুর আলম মুন্সী জানান,আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে ১০৫ নম্বর ওয়ার্ডের সামনে থেকে এক বৃদ্ধের মলদহ উদ্ধার করি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেস্টা চলছে।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে, সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা জাবে বলে আমাদের ধারনা। অপরদিকে,পল্টনের গুলিস্তানে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের উত্তর পাশের রাস্তা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই)শাহ্ আলম জানান,আমরা খবর পেয়ে গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উত্তর পাশের রাস্তা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতে নাম পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ভবঘুরের প্রকৃতির ছিল অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে বলেন তিনি।

Share.