পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

0

ঢাকা অফিস: ঢাকার যাত্রাবাড়ীর পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। নিহতরা হলেন, রতন সরদার (১৮) ও অজ্ঞাতনামা (৩০)। রবিবার (২১ এপ্রিল) রাত সোয়া ১১টার ও রাত পৌনে নয়টার দিকে ঘটনা ঘটে। পরে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাতে মর্গে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। যাত্রাবাড়ীর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হোসেন খান জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ী ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর অফিসের সামনের মেইন রোড থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি দ্রুতগামী কোন একটা গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি থানায় নুরুল ইসলামের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন। অপরদিকে, যাত্রাবাড়ী ৩১/১০দক্ষিণ শেখদি ৫ নং রোড আবু বক্কার সিদ্দিক মিয়া বাড়ির পাশের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার। যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস মন্ডল জানান, আমরা খবর পেয়ে রাত পৌনে নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি নিহত যুবক যাত্রাবাড়ী ৩১/১০ দক্ষিণ শেখদি ৫ নম্বর রোড আবু বক্কার সিদ্দিক মিয়া বাড়ির পাশে রাস্তা পরে থাকলে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তিনি জানান,নিহতের মাথা,কপাল,বুক, পেট স্বাভাবিক,বাম পায়ের গোড়ালে সাদা ব্যান্ডেজ দিয়ে প্যাচানো। ময়নাতন্ত্রে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাম তিনি। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা যাবে বলেও জানান তিন।

Share.