বুধবার, জানুয়ারী ২২

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত,আরোহীদের কেউ বেঁচে নেই

0

ডেস্ক রিপোর্ট:  পেরুতে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই মারা গেছেন। বিমানটিতে সাতজন পর্যটক ছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। বিমানটি পর্যটকদের নিয়ে নাজকা লাইনস প্রত্নতাত্ত্বিক স্পটে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির পর্যটক এবং দুজন পেরুর ক্রু সদস্য রয়েছে। খবর এএফপি। পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেসেনা ২০৭ মডেলের ছোটো বিমানটি নাজকা শহরের মারিয়া রেইচে বিমানবন্দরের আশেপাশে বিধ্বস্ত হয়। ‘দুর্ঘটনার ফলে কেউ বেঁচে নেই’- এমনটি বলা হয়েছে বিবৃতিতে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে ও এতে জানানো হয়। নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এস্পিনোজা সাংবাদিকদের বলেন, মাটিতে আঘাত করার পর প্লেনটিতে আগুন ধরে যায়। নাজকা লাইনস হচ্ছে পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। এটি ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ ঘোষিত স্থান, যেখানে ২ হাজার বছরেরও বেশি পুরনো মাটি ও পাথরে অঙ্কিত চিত্র রয়েছে শত শত, যার মধ্যে রয়েছে হামিংবার্ড, বানর, মাকড়সা, পেলিকান এবং তিমি রয়েছে। এটি ৪০০ বর্গ কিলোমিটারের সুরক্ষিত অঞ্চল, যা রাজধানী লিমা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে নাজকা এবং পালপা শহরের মধ্যে অবস্থিত।

Share.