সোমবার, জানুয়ারী ২০

পোল্যান্ডে ইউক্রেনের বাস দুর্ঘটনায় নিহত ৬

0

ডেস্ক রিপোর্ট: পোল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলে ইউক্রেনের একটি বাস দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।জানা যায়, ৫৭ আরোহীর ওই বাসটি রাতে একটি রাস্তার পাশে খালে পড়ে যায় বলে শনিবার জানিয়েছে পোল্যান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি।আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়; অক্ষত যাত্রীদের নিয়ে যাওয়া হয় কাছাকাছি একটি স্কুলে।বাসটি ইউক্রেনে যাচ্ছিল বলে স্থানীয় মেডিকেল অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়।‘দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন; অনেকের সিট বেল্টও বাঁধা ছিল না। এ কারণে তারা গুরুতর আহত হয়েছেন। এদের বেশিরভাগই তরুণ, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন,’ বলেছেন ওই মুখপাত্র।বাসটিতে কোনও শিশু ছিল না বলেও নিশ্চিত করেছেন তিনি।

Share.