শনিবার, নভেম্বর ২৩

পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্থগিত করা হয়েছে পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার এই নির্বাচন হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই দেশে ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল ল’ অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) চাইছিল যেকোনো ভাবেই হোক নির্বাচনটা হোক এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট আঁন্দ্রেজ দুদা পুনঃনির্বাচিত হোন। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাদের জোট ভোট স্থগিতে রাজি হয়েছে। তবে জোটের ছোট একটি অংশীদার এগ্রিমেন্ট এবং বিরোধীরা বলছে, পিআইএস জনস্বাস্থ্য ইস্যুতে সুবিধা নিচ্ছে। কিন্তু সে যা-ই হোক নির্বাচনের নতুন তারিখ যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা করা হবে। আর  নির্বাচন হবে শুধু পোস্টাল ব্যালটে।

Share.