ডেস্ক রিপোর্ট: পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে এই সামরিক প্রশিক্ষণকেন্দ্রটি অবস্থিত। রবিবার সামরিক প্রশিক্ষণকেন্দ্রে চালানো হামলায় নয়জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন লভিভের আঞ্চলিক গবর্নর ম্যাকসিম কোজিটস্কি। লভিভ শহর থেকে সামরিক ঘাঁটিটির দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে ইউক্রেনের ভেতরে মাত্র ছয় মাইল দূরে ওই সামরিক ঘাঁটির অবস্থান। লভিভের আঞ্চলিক গর্নর সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ এখন সামরিক ঘাঁটিতে আগুন নেভাতে কাজ করছে। ওই সামরিক স্থাপনায় ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে রাশিয়া। লভিভের সামরিক কর্মকর্তারা বলেছেন, রুশ বাহিনী শহরটিতে থাকা আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে হামলায় ৯ জন নিহত: গবর্নর
0
Share.