সোমবার, জানুয়ারী ২০

পৌর নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ডা. কাজী সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উপ-সম্পাদক তানভীর আক্তার শিপার।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের জেলা সভাপতি শওকত আলী জাহিদ, সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম, মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপন, সহ-সভাপতি এস এম মহব্বত,যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মজুমদার,  শহর কমিটির সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, জেলা সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল কবির জাকির, ফরিদপুর কোতোয়ালি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সাজিত সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাংবাদিক কামরুল সিকদার, সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক মো. রাসেল মিনা, প্রচার সম্পাদক মো. আনিচুজ্জামান প্রমুখ।
Share.