প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

0

ডেস্ক রিপোর্ট: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে দেশটির মানুষ। বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ বিশিষ্টজনরা। দুপুরে দিল্লি লোধি এস্টেটে হবে শেষকৃত্যানুষ্ঠান। গোটা দেশ শোকে মূহ্যমান। জাতীয় পতাকা অর্ধনমিত। ভারতের কেন্দ্রীয় সরকার ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করবে। পশ্চিমবঙ্গ সরকারও রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করেছে। এই শোক সদ্য প্রয়াত ভারতের ১৩তম সাবেক রাষ্ট্রপতি, প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে সেনা হাসপাতালের হিমঘর থেকে প্রণব মুখার্জির মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে। ২০১৭ সালে রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পর ১০ নম্বর রাজাজি মারগের এই বাড়িতে ঠিকানা ছিল এই বর্ষীয়ান রাজনীতিবিদের।করোনা পরিস্থিতির কারণে সবরকম সতর্কতা মেনে শ্রদ্ধা নিবেদন চলে। একে একে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। এরপর প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। টানা ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন বীরভূমের প্রতিবেশীদের কাছের পল্টু হিসেবে পরিচিত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।৯ আগষ্ট রাতে বাথরুমে পা পিছলে মাথায় গুরুতর জখম হন। এরপর নিজেই টুইট করে হাসপাতালে ভর্তি হওয়ার খবর দেন তার শুভান্যুধায়ীদের। কিন্তু অস্ত্রপচার করার পরই তার অবস্থার অবনতি হতে শুরু করে। ধরা পড়ে কোভিড। রাখা হয় ভেন্টিলেশনে। মাথায় আবার নতুন করে শুরু হয় রক্তক্ষরণ। চলে যান গভীর কোমায়। এরপর আর ফিরে আসেননি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আপনজন হারালো।বুধবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

Share.