বুধবার, জানুয়ারী ১

প্রতিদিনই করোনা পরীক্ষা হবে ট্রাম্পের

0

ডেস্ক রিপোর্ট: করোনার আতংক ধরেছে স্বয়ং ট্রাম্পকে। হোয়াইট হাউসে ট্রাম্পের ব্যক্তিগত খানসামা করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা মন খারাপও  তার। তাইতো এখন প্রতিদিনি করোনা পরীক্ষা করাবেন ট্রাম্প। এর আগে সপ্তাহে একবার করোনা পরীক্ষা করা হতো তার। শুধু ট্রাম্পই নয়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ট্রাম্পের সংস্পর্শে থাকা লোকজনের এখন থেকে প্রতিদিন করোনা ভাইরাস পরীক্ষা করে দেখা হবে। খবর সিএনএন ও দ্য হিলের।  হোয়াইট হাউস সূত্র জানায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তি নৌবাহিনীর সদস্য। হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত খানসামা হিসেবে ছিলেন।  ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের খাবার ও পানীয় নিরাপদ কিনা তা নিশ্চিত করার দায়িত্বে ছিলেন তিনি। এমনকি হোয়াইট হাউস ছেড়ে বাইরে বের হলেও তিনি ট্রাম্পের সঙ্গেই থাকতেন। বুধবার তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর বৃহস্পতিবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।নিজের সংস্পর্শে থাকা ব্যক্তি করোনা আক্রান্ত জেনে কিছুটা মন খারাপ করেছেন ট্রাম্প। এরপরই বৃহস্পতিবার আরেকবার করোনা পরীক্ষা করিয়েছিন তিনি নিজেও।  এ নিয়ে বৃহস্পতিবার ওভাল অফিসে টেক্সাসের গভর্নরের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগে সপ্তাহে একবার করোনা পরীক্ষা হতো। এখন থেকে আমরা প্রতিদিন করোনা পরীক্ষা করাবো। তবে এর মধ্যেও কারো কিছু ঘটতে পারে। যে যেখানে কাজ করছেন, সেই অবস্থানেই কোনোকিছু ঘটে যেতে পারে। আক্রান্ত ওই ব্যক্তি সম্পর্কে ট্রাম্প বলেন, ওই ভদ্রলোকের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ ছিল না। তবে আমি জানি তিনি কে। খুবই ভালো লোক। তার আক্রান্ত হওয়াটা একটু দুঃশ্চিন্তার। কিন্তু এটি ঘটে গেছে। প্রসঙ্গত, হোয়াইট হাউসে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচলন নেই। কর্মকর্তা-কর্মচারি এবং অন্যান্য কাজে নিয়োজিতরা স্বল্প সংখ্যক মাস্ক ব্যবহার করেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, সর্বশেষ পরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনা নেগেটিভ হয়েছেন।বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউসের ক্যাম্পাসে কাজ করেন, তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

Share.