প্রতিদিন ৯০ মিনিট কিমের মহত্ত্ব পড়তে হবে শিশুদের

0

ডেস্ক রিপোর্ট: উত্তর কোরীয় নেতা কিম জং উনের মহত্ত্ব সম্পর্কে দেশটির শিশুদের প্রতিদিন ৯০ মিনিট করে পড়তে হবে। কিম কতটা মহান তা কবিতা-গানের মাধ্যমে প্রতিদিন পড়বে দেশটির শিশুরা। নতুন শিক্ষা কারিকুলামে এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।কিমের সম্পর্কে উত্তর কোরিয়ার প্রি-স্কুলের শিক্ষার্থীদের এমন শিক্ষা দেয়ার পরামর্শ দেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন। সিউলের উত্তর কোরিয়া ভিত্তিক ওয়েবসাইট এনকে এই খবর দিয়েছে।উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ২৫ অগাস্ট। ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, দেশের প্রতি অনুরাগ, ভক্তি বাড়ানোর কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। যাতে সাধারণ মানুষের মধ্যে ছোট থেকেই দেশের প্রতি অনুরাগ তৈরি হয় তাই এই ব্যবস্থা।এই মহত্ত্ব প্রচারক পাঠে বলা হয়েছে, কিম জং উন ছোট বেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তাঁর বুদ্ধির তারিফ করে দেশের শিশুদের উদ্বুদ্ধ করার কাজ করবে উত্তর কোরিয়ার সরকার।

Share.