প্রথমবারের মতো এশিয়ান গেমসে গিয়ে জয় ছাড়াই ফিরতে হচ্ছে সাবিনাদের

0

স্পোর্টস ডেস্ক: প্রথমবার এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশ নারী ফুটবল দল অন্তত একটি জয় নিয়ে ফিরতে চেয়েছিল দেশে। আজ বৃহস্পতিবার সেই আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। হাংজু এশিয়ান গেমসে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচে সাবিনা খাতুনের গোলে প্রথমে লিড নেয় বাংলাদেশই। ৪৪ মিনিটে তার গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই গোল ধরে জয়ের পথেই হাঁটছিল বাংলাদেশ। কিন্তু ৮৩ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। এ সময় নেপালের ফরোয়ার্ড রেখা পোদেল গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন তার দলকে। বাকি সময়ে চেষ্টা করেও দ্বিতীয় গোলটা তুলে নিতে পারেনি বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমসে গিয়ে জয় ছাড়াই ফিরতে হচ্ছে সাবিনাদের। প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে হার ৮-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হারে ৬-১ ব্যবধানে। আজ তৃতীয় ম্যাচে জয়ের আশায় মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল বলেই জয় পাওয়া কঠিনও ছিল না।

Share.