শুক্রবার, ডিসেম্বর ২৭

প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে নায়ক দেব

0

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে অভিনয় করছেন টলিউডের তুমুল জনপ্রিয় নায়ক দেব। চলচ্চিত্রের নাম ‘আন্ডারওয়ার্ল্ড’ অথবা ‘মিশন-১৬’ রাখার হতে পারে। এটি প্রযোজনা করছে শাপলা মাল্টিমিডিয়া। আজ (২৬ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত ক্লাবে এর ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এছাড়াও সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘পাসওয়ার্ড’। এ উপলক্ষে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকায় পৌঁছেছেন দেব, রুক্মিণী ও নির্মাতা কমলেশ্বর মুখার্জি। শাপলা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপক মো. বাদল বলেন, ‘ছবির ঘোষণাটা আসবে আজ। আর দেব, রুক্মিণী ও নির্মাতা কমলেশ্বর মুখার্জি এখন ঢাকায় অবস্থান করছেন।’ গত ৮ আগস্ট এ চলচ্চিত্রের জন্য কলকাতায় দেব শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রথমে দেবের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘আন্ডারওয়ার্ল্ড’ নির্মিত হওয়ার কথা থাকলেও নীতিমালা কড়াকড়ির কারণে শাপলা মিডিয়া একক প্রযোজনায় ছবিটি নির্মাণ করতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র। জানা যায়, সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

Share.