ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো সামনাসামনি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, মানবাধিকার লঙ্ঘনসহ নানা অভিযোগের মুখেই বৈঠকে বসতে যাচ্ছেন বাইডেনআগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসবেন তারা।মঙ্গলবার (২৬ মে) হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতেই তারা বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।তবে ক্রেমলিন জানায়, দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি পারমাণবিক স্থিতিশীলতা, করোনা এবং আঞ্চলিক ইস্যুতেই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো সামনাসামনি হচ্ছেন বাইডেন-পুতিন
0
Share.