শনিবার, নভেম্বর ২৩

প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানালেন রাষ্ট্রপতি

0

বাংলাদেশ থেকে কিশোরগঞ্জ প্রতিনিধি:  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সেখানে পৌঁছেন তিনি। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। সফরসঙ্গীসহ সেখানেই দুপুরের খাবার খাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে হেলিপ্যাড মাঠে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। রাষ্ট্রপতির বাসায় প্রধানমন্ত্রীকে হাওরের ২৩ প্রজাতির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে মুরগী, খাসি-গরুর মাংস। খাওয়ানো হবে দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির। মঙ্গলবার সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকালে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন।

Share.