বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম বীরমুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার মৃধার পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের ১৫ লক্ষ টাকার সচ্চয়পত্র পৌছে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রহমান। বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের নিজবাড়িতে গিয়ে সরোয়ার মৃধার স্ত্রী লাভলী বেগমের হাতে সঞ্চয়পত্রের কপি তুলে দেন আব্দুর রহমান। এ সময় তিনি প্রয়াত নেতার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীর খোঁজ খবর রাখেন। ত্যাগী নেতাদের জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে। কোনকিছুতেই শংকিত আতংকিত হওয়ার কারন নেই। জননেত্রী শেখ হাসিনা তৃণমূল আওয়ামী লীগের পাশে রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, অর্থবিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, প্রচার সম্পাদক রুহুল মৃধা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা,সহ-প্রচার সম্পাদক এনামুল হক,সদস্য আব্দুল আলীম মোল্যা, বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন, অপর প্রার্থী জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা যুবলীগের আহবায়ক( একাংশ) ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক (একাংশ) ও গুনবহা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দাউদুজ্জামান প্রমুখ।
‘প্রধানমন্ত্রীর অনুদান‘ ১৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র পৌছে দিলেন আব্দুর রহমান
0
Share.