প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মুনতাসীর মামুনের জন্য মেডিকেল বোর্ড গঠন

0

ঢাকা অফিস: করোনাভাইরাসে আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুনের জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। আজ মঙ্গলবার দুপুরে ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক আবস্থা স্থীতিশীল। তবে উনি করোনায় মেজর আক্রান্ত। দুপুরের পর স্যারের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা স্যারের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। মেডিকেল বোর্ডে অধ্যাপক মনিলাল আইচ ছাড়াও আরও রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবীনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, এনেসথেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান।

Share.