প্রধানমন্ত্রীর পদ রক্ষায় জেনারেলদের সঙ্গে বৈঠক ইমরানের

0

ডেস্ক রিপোর্ট:  পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুতির ঝুঁকিতে রয়েছেন ইমরান খান। এই ঝুঁকির মুখে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ইমরান। গতকাল বুধবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ফাওয়াদ চৌধুরী বলেন, ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির সামরিক নেতৃত্বকে শ্রদ্ধা করে। দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীর। বিরোধী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে বিদ্রুপ করে ফাওয়াদ বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর একটি সমস্যা ছিল। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কবজায় নিতে চেয়েছিলেন। ফাওয়াদ বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক নেতৃত্বের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। কেউ তাকে পদত্যাগ করতে বলেনি। আর প্রধানমন্ত্রীরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন হবে। বিরোধী দলগুলোর হাতে রয়েছে ১৯৯টি ভোট আর ইমরানের পক্ষে রয়েছে ১৪২টি ভোট। বৃহস্পতিবার এ বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। আগামী ৩ এপ্রিল অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

Share.